AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দূর্গোৎসবে নতুন কাপড় পেলেন বিশ্বনাথের ৫০০ হিন্দু-মুসলিম

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ১৫ - ২০২১ | ১: ১৮ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সিলেটের বিশ্বনাথে সকল ধর্মের মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের একটি হিন্দু পরিবার। বুধবার দুপুরে দিঘলী গ্রামের অমুল্য দে, অনিল দে, অজিত দে, অজয় দে ও অতুল দে’র নিজ বাড়িতে তাদের পরিবারের উদ্যোগে ওই বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও তা শত শত বছর ধরে বাঙালীদের মিলনমেলার একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে। অতুলের পরিবারের উদ্যোগে আয়োজিত ওই বস্ত্র বিতরণ এরই আরেকটি উল্লেখযোগ্য প্রমাণ। তাছাড়া ৭১’র সময় হিন্দু-মুসলিম মিলে যেমন স্বাধীনতার লাল সূর্য্য অর্জন করে ছিলেন, তেমনি ধর্মীয় উৎসবের আনন্দও বাঙালীরা প্রাণ ভরে উপভোগ করেন।

সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্তের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুবিন্দু পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য্য। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন পরিবারের সদস্য অতুল দে।

অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জহির, কার্যনির্বাহী সদস্য আফরোজ বক্স খোকন, শাহনুর হোসাইন, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, মেম্বার চমক আলী, ফয়ছল আহমদ, আওয়ামীগ নেতা আব্দুর রব, জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন, জহির উদ্দিন, সংগঠক অজয় দেব, সুমন দেসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ