AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের খাজাঞ্চী ইউপির মধ্যবর্তী স্থানে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ১১ - ২০২১ | ১১: ২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে সরকারিভাবে যে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ চলমান রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি উঠেছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খাজাঞ্চী স্টেশন বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ও বৃহত্তর মুফতির বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভায় অতিথি হিসেবে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, প্রবীণ মুরব্বী আতাউর রহমান কালু, সাবেক ইউপি সদস্য সুলতান মিয়া, প্রবীণ মুরব্বী আকদ্দুছ আলী, হাজী তেরা মিয়া, আবদুল কবির বাহার, দিলোয়ার হোসেন, হরুপ আহমদ, আফতাব মিয়া, আবদুল মজিদ, খোয়াজ উদ্দিন, আবদুস শুকুর, আবু সৈয়দ, মজাই মিয়া, সংগঠক মইনুল ইসলাম, ফয়ছল আহমদ, ফারুক মিয়া, নুরুজ্জামান, চান্দ আলী, কবির আলম, রইসুল ইসলাম, মাতিন আহমদ, মানিক মিয়া, শফিক মিয়া, সিরাজ মিয়া, আবদুর রহিম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে খাজাঞ্চী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাওলানা আবুল বশর মো. ফারুককে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যে ভূমি দানের ঘোষণা দেন আতাউর রহমান কালু।

আরো সংবাদ