AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে শ্রমিক নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৩ - ২০২১ | ৯: ২৪ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার কালীগঞ্জস্থ আল-আমিন ব্রিক ফিল্ডের স্বত্ত্বাধিকারী ঈর্শ্বাদ আলী কর্তৃক জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’র অর্ন্তভুক্ত উপজেলা উপ-কমিটির সভাপতি ফরিদ মিয়ার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন-মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুতে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে জেলা ও বিভিন্ন উপজেলার শ্রমিক নেতারাসহ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিকরা মানববন্ধনে অংশ নেন।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি গয়াস মিয়ার সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য আলী আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু আবু সরকার। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল মতিন, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তুরণ চৌধুরী, ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ব্যবসায়ী সুন্দর আলী রুহুল।

মানববন্ধনে বক্তারা বলেন, আল-আমিন ব্রিক ফিল্ডের স্বত্ত্বাধিকারী ঈর্শ্বাদ আলী একজন মামলাবাজ ও প্রতারক লোক। তিনি ইতিমধ্যে উপজেলার প্রায় দেড় শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন তার উপর এক ডজন মামলাও রয়েছে। আর এখন হাতিয়ে নেওয়া টাকাগুলো সহযে হজম করার জন্য তার (ঈর্শ্বাদ) বিরুদ্ধে করা মামলার সেই সব বাদীদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানী করছেন। এসময় বক্তারা অনতিবিলম্বে শ্রমিক নেতা ফরিদ মিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুসিয়ারী দেন।

আরো সংবাদ