AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে গোল চত্বর নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৩০ - ২০২১ | ১২: ৫২ অপরাহ্ণ

IMG 20210929 115208

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা পরিষদের অর্থায়নে প্রথমবারের মত বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস (আব্দুল হাসিমের মোড়) মোড়ে গোল চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গোলাকার চার স্থর বিশিষ্ট ১৬ ফুট গোলবৃত্তের ওই চত্বর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। বুধবার সকালে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস মোড় (আব্দুল হাসিমের মোড়) চত্বর নির্মাণের স্থান পরিদর্শন করেছেন স্থান পরিদর্শণ করেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবির।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য জহুর আলী মেম্বার প্রমুখ।

এসময় প্রকল্প বাস্তবায়নে পৌরসভা ও এলাকাবাসীর পক্ষ হতে জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।

উল্লেখ্য, উপজেলার দেওকলসের বাসিন্দা সিলেট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার ছোটভাই সিলেট জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মাওলানা সহল-আল রাজি চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে এ চত্তর নির্মাণ হতে যাচ্ছে। আগামী জুন ২০২২ সালের মধ্যে সেটি বাস্তবায়ন করার কথা রয়েছে।

আরো সংবাদ