বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে একাধিক মামলার আসামি মাদক ব্যবায়ী রাসেল মিয়া ওরফে সুমন (২৮ ‘কে ১০ বোতল মদসহ গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মনির মিয়ার ছেলে। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নকিখালি বাজারের পার্শ্ববর্তী নরসিংপুর গ্রামের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার অন্য দুই সহযোগী উপজেলার কালিগঞ্জ গ্রামের ময়না (৪২) ও আমতৈল গ্রামের ইসলাম (৩৮)।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই রুমেন বলেন, গ্রেফতারকৃত রাসেল মিয়া ওরফে সুমন একজন মাদক ব্যবসায়ী। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে।