Search
Close this search box.

সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী হতে চান অ্যাড. আনোয়ার হোসেন

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্থলাভিষিক্ত হতে সিলেট-২ আসনে (ওসমানীনগর-বিশ্বনাথ) বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে আগামী সংসদ নির্বাচন করতে চান জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজের প্রার্থীতা ঘোষণা করেন বিএনপির হাই-কমান্ডের গ্রীণ সিগনালে মাঠে কাজ করে যাওয়া অ্যাডভোকেট আনোয়ার হোসেন। তিনি ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের রঙ্গিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের ছেলে।

মতবিনিময়কালে নিজের বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সরকারের রাষ্ট্রীয় কোষাগারে দেশের সব চেয়ে প্রবাসী রেমিটেন্সে জমা হয় বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার প্রবাসীদের কাজ থেকে, অথচ দেশের সব চাইতে বেশি অবহেলিত জনপদের নাম সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর)। তাই এর পরিবর্তন আনা দরকার। আর এ জনপদের কথা সংসদে তুলে ধরতে জনগণের নেতার প্রয়োজন। বর্তমানে জটিল ও কঠিন আইনের মাধ্যমে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছে। সংসদে গিয়ে সেই আইনগুলো প্রস্তাব করে সংশোধন করা প্রয়োজন।

ইলিয়াস পরিবারে একাধিক প্রার্থী থাকার পরেও আপনাকে মনোনয়নের সম্ভবনা কতটুকু কিংবা আপনি কেন প্রার্থী হচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, বর্তমানে অবহেলিত এ জনপদের দুঃখ দূর্দশার কথা সংসদে তুলে ধরতেই বিএনপির হাই-কমান্ডের গ্রীণ সিগনাল পেয়ে ভোটের মাঠে নেমেছি। তাছাড়া নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার সবারই রয়েছে। আর দলের প্রতি আমার অঢেল বিশ্বাস রয়েছে। আশা রাখি আমার কাজের মূল্যায়ন দল করবে। এজন্য তিনি বিশ্বনাথ-ওসমানীনগরের জনসাধারণ দোয়া ও ভালবাসা প্রত্যাশা করেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জাবাবে তিনি বলেন, দলের কঠিন সময় এবং আন্দোলন সংগ্রামে দল ও দলের নেতাকর্মীর পাশে থাকব আমি। পালিয়ে যাব না।

বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তা বাদী আইনজীবি ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তাজ রিহাম জামান, জেলা আইনজীবি সমিতির সাবেক নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট কামরুজামান, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সদস্য সচিব কলমদর আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম রায়হান, বর্তমান সদস্য নজরুল ইসলাম, সোলেমান আলী, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সদস্য ছোরাব আলী, সাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল বাছিত মাহরুব, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মাহতাব, আলতাব আলী, ওসমানীনগর উপজেলা যুবদল নেতা রকিব আহমদ, আহমদ শাহরিয়ার, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত