নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের গিয়াস মেডিকেল হলের সত্ত্বাধিকারী, গরীবের ডাক্তার হিসেবে সবার কাছে পরিচিত, জনপ্রিয় পল্লী চিকিৎসক মো. গিয়াস উদ্দিন (৪২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ডাঃ মো. গিয়াস উদ্দিন দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকার লম্বাগাঁও গ্রামের হাজী এখলাছ আলী পুত্র।
মরহুমের জানাযার নামাজ আজ রাত ৯টায় লম্বাগাঁও গ্রামের আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুকালে ডাঃ মো. গিয়াস উদ্দিন বাবা-মা, স্ত্রী, ২ পুত্র ও ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।