বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইউসুফ আলী (৩৮) কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। সে উপজেলার আতাপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ইউসুফ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। মামলা নং ১৮/১৫ইং। আর ওই মামলায় আদালত তাকে ১৫ বছরের সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো।
গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামী ইউসুফ আলীকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।