AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রামপাশা ইউনিয়নে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র অর্থ বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ১৯ - ২০২১ | ৭: ২১ অপরাহ্ণ

Still0919 00000 copy

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার আট ইউনিয়নের সাড়ে ৮শত পরিবার পাচ্ছেন ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র আর্থিক সহযোগীতা। এরই ধারাবাহিকতায় রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতৈলস্থ আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর হলরুমে আনুষ্ঠানিকভাবে রামপাশা ইউনিয়নের শতাধিক অসহায়-গরীব পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ১ হাজার টাকা করে তুলে দেয়া হয়।

আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. জালাল উদ্দিনের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান (অর্থনীতি) বশির আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমীর।

সংগঠক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল আহাদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র কার্যকরি সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আল মামুনুর রশীদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল ও বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক) এর স্থানীয় প্রতিনিধি সালেহ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন।

আরো সংবাদ