বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার আট ইউনিয়নের সাড়ে ৮শত পরিবার পাচ্ছেন ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র আর্থিক সহযোগীতা। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিয়ারবাজারস্থ হযরত শাহচান্দ শাহকালু আলিম মাদ্রাসা হলরুমে আনুষ্ঠানিকভাবে দশঘর ইউনিয়নের শতাধিক অসহায়-গরীব পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ১ হাজার টাকা করে তুলে দেয়া হয়।
হযরত শাহচান্দ শাহকালু আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান’র সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাওলানা পিয়ার মাহমুদ’র পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল গফুর (সাবেক মেম্বার), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল ও মাদ্রাসার দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পাভেল সামাদ মেম্বার, এলাকার মুরযিব্ব মজমিল আলী, রুসমত আলী, হাবিবুর রহমান, আশরাফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তাজুল ইসলাম।