AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ১৬ - ২০২১ | ৮: ৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: করোনায় ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার আট ইউনিয়নের সাড়ে ৮শত পরিবার পাচ্ছেন ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র আর্থিক সহযোগীতা। এলাকার অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট সাড়ে ৮ লাখ টাকা বিতরণ করবে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নগদ অর্থ বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশ্বনাথ সদর ইউনিয়নের ১৫০টি পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ এক হাজার টাকা করে তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, সরকারের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে প্রবাসীরা শুরু থেকেই ছিলেন। নিজেরা কষ্টের মধ্যে থেকেও দেশের অবহেলিত-বঞ্চিত-গরীব মানুষের পাশে দাঁড়িয়ে আবারও প্রবাসীরা মানবতার ডাক দিয়েছেন। আমার মহান মুক্তিযুদ্ধেও প্রবাসীদের ভূমিকা ছিলো অপরিসীম। তাই আমাদেরও উচিত প্রবাসীদের জন্য দোয়া/প্রার্থনা করা। যাতে দেশের প্রবাসীরা ভালো থাকেন।

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র কার্যকরি সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আল মামুনুর রশীদের সভাপতিত্বে ও সমিতির প্রতিনিধি আব্দুল মতিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান হাবিব, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিলেট মহানগর শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রতিনিধি মাওলানা আব্দুল মতিন। সভায় বক্তব্য রাখেন জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইদুর রহমান, জামেয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসমত উল্লাহ, সংগঠক আব্দুল মালিক, মাওলানা লুৎফুর রহমান, ফজলুর রহমান শিপন প্রমূখ।

সভাপতির বক্তব্যে সমিতির কার্যকরি সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আল মামুনুর রশীদ জানান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র সভাপতি সেবুল খান মাহবুব ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের নেতৃত্বে সমিতি ব্যপক কার্যক্রম হাতে নিয়েছে। গত বছর করোনায় ক্ষতিগ্রস্থ বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের ১১শত পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া ৮ ইউনিয়নের ৮জন অসহায়কে ৮টি রিকশা দেয়া হয়ছে। এরই ধারাবাহিকতায় এবছর পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নে সাড়ে ৮শত পরিবারকে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হবে।

আরো সংবাদ