AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৩০ - ২০২১ | ১১: ১৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে পার্থ-সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে ‘শ্রীকৃষ্ণ’র পূজা অর্চনার মাধ্যমে জন্মাষ্টমী পালনের কার্যক্রম শুরু হয়। শ্রীকৃষ্ণের পূজা শেষে গীতাপাঠ ও পাঠকীর্তন অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিশ্বশান্তি কামনায় অনুষ্ঠিত প্রার্থনার মাধ্যমে জন্মাষ্টমী পালনের কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে রনজিৎ ভট্টাচার্য্য, গীতাপাঠ করেন জিতেন্দ্র গোস্বামী ও কীর্তন পরিবেশন করেন পরিমল চন্দ্র দাশ, মনোরঞ্জন চন্দ। সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হওয়ায় সর্বস্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু ও সাধারণ সম্পাদক কানুরঞ্জন দে।

দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন অনুষ্ঠানমালা পরিদর্শন করেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি করুণা কান্ত দাশ তালুকদার, বাদল দে, করুণা বৈদ্য, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সচিব বিজিত সরকার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নন্দ লাল বৈদ্য, বিশ্বজিৎ দেব রিপন, সাংগঠনিক সম্পাদক নেপাল দেব, সহ সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দাশ পাপ্পু, কোষাধ্যক্ষ শুভরাজ চন্দ, প্রচার সম্পাদক অজিত দেব, সহ প্রচার সম্পাদক অকিল বৈদ্য, চন্দন দেব, অমিত দেব, সহ আপ্যায়ন সম্পাদক বিজয় চন্দ্র দে, মহিলা সম্পাদিকা রঞ্জনা বৈদ্য, শ্রীশ্রী শনি মন্দির শারদীয় দূর্গাপূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক বাপন পাল, অর্থ সম্পাদক বিশ্বজ্যোতি সূত্রধর, রিপন চন্দ্র সাহা, প্রচার সম্পাদক প্রসেনজিৎ দে লিটন, সহ আপ্যায়ন সম্পাদক জয় চন্দ্র পাল, জীবন পাল, মহিলা সম্পাদিকা তাপসি পাল, সংগঠক তপন চক্রবর্তী, গিতেন্দ্র মোহন চক্রবর্তী, অনাথ রাম বৈদ্য, নিরেন্দ্র চন্দ্র দাশ, বীরেন্দ্র কর, বিজন সরকার, শশাংঙ্ক পাল, শুভ্র সেন, বাবুল মালাকার, দিবাংশু গুন, কাজল দেব, রাধাকান্ত বিশ্বাস, লিটন দেবনাথ, পলাশ বণিক, মিল্টন দাশ, বিল্পব দে পিন্টু, রিংকু দে, সৌরভ দেব, পল্বব দাশ প্রমুখ।

আরো সংবাদ