Search
Close this search box.

বিশ্বনাথে ৫ দিনে ৪০ জনের করোনা সনাক্ত

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৭ জুন থেকে আজ ১ জুলাই পযন্ত ৫দিনে উপজেলার ৪০ জনের করোনা সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১ জুলাই) ৫ জনের করোনা সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ৪০ জনের মধ্যে রয়েছেন ২০ জন পুরুষ, ১৬ জন মহিলা ও ৪ জন শিশু।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর-কে জানান, উপজেলায় এপর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১১জন। এর মধ্যে মারা গেছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ৩৩৬জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৬২জন। তার ধারণা সরকারি এই হিসেবের বাহিরে আক্রান্তের সংখ্যা আরও থাকতে পারে। যাদের অনেকেই হয়তো বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নমুনা দিয়েছেন। আবার অনেকেই নমুনা না দিয়েই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, সবমিলিয়ে বিশ্বনাথে আশঙ্কাজনকভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত