AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সাংবাদিক পত্নী করোনায় আক্রান্ত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৬ - ২০২১ | ১১: ১৮ অপরাহ্ণ

B8 copy 1

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, ডেইলি বিশ্বনাথ ডটকম সম্পাদক, দৈনিক কালের কন্ঠ ও সিলেট মিরর’র বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপনের সহধর্মিনী আসমা আক্তার রুমি (৩২) করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান মুসা।

সাংবাদিক মোহাম্মদ আলী শিপন জানান, তার বোন করোনায় আক্রান্ত হয়ে গত ২০জুন মারা যান। সন্দেহজনক হিসেবে পরদিন ২১ জুন শিপন ও তার স্ত্রী আসমা আক্তার রুমি করোনা টেস্টের জন‌্য নমুনা দেন। এরপর ২৫ জুন রুমি’র করোনা পজেটিভ  এবং শিপনের নেগেটিভ রিপোর্ট আসে। রুমির শরীরে লক্ষণ হিসেবে জ্বর রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন। নমুনা দেওয়ার পর থেকে তাদের পরিবারের সবাই বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা গ্রামস্থ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। রুমি’র সুস্থতার জন‌্য দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলী শিপন।

Aminul Haque scaled