AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সৎপুর মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাদ্দিস ছালিক আহমদ আর নেই

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৪ - ২০২১ | ২: ৫৫ অপরাহ্ণ

202989164 135188815293809 851885598701897481 n

নিজস্ব প্রতিবেদক :: বৃহত্তর সিলেট বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বনাথের সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার উপাধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা ছালিক আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৭টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ইন্তেকাল করেন। তিনি গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বরের লক্ষণ নিয়ে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি হন। এরপর হাসপাতালে তার করোনা টেস্ট করতে নমুনা নেওয়া হয়। কিন্ত টেস্টের রিপোর্ট পাওয়ার আগেই তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান কবির হোসেন ধলা মিয়া।

তিনি জানান, মরহুম আল্লামা ছালিক আহমদের জানাযার নামাজ আজ বিকেল সাড়ে ৫টায় উপজেলার ভুরকী হাফিজিয়া মাদারাসার মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে ভুরকী গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

Aminul Haque scaled