Search
Close this search box.

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন বিশ্বনাথের আরও ৬৫ পরিবার

নিজস্ব প্রতিবেদক :: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ হতে উপহারের ঘর পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার আরও ৬৫টি পরিবার। ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে বিনামূল্যে জমিসহ সেমিপাকা এই ঘর প্রদান করা হয়েছে। রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন-২ প্রকল্প এর আওতায় সারা দেশে নির্মিত ৫৩ হাজার ৩৪০টি ঘরের উদ্বোধন করেন। পরে উপজেলা বিআরডিবি হলরুমে আনুষ্ঠানিকভাবে জমির কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয় বিশ্বনাথ উপজেলার ৬৫ পরিবারকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ’র সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ থানার এসআই অরূপ সাগর, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক নবীন সুহেল, আহমদ আলী হিরন, যুবলীগ নেতা শাহ আলম খোকন, মুহিবুর রহমান সুইট প্রমুখ।

আরও খবর