AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ১৫ - ২০২১ | ১২: ৩২ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১৪ জুন) সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

সভায় বক্তারা, উপজেলায় কিশোর অপআধ ও মাদকের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার, টিসিবির পন্য প্রত্যেক ইউনিয়নের বাজারগুলোতে বিক্রির করার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য বাজার মনিটরিং বাড়ানোর, হোটেলগুলোতে খাবারের দাম নির্ধারণ করার, যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ, কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে তা কার্যক্রর করার দাবী জানান।

বক্তারাদের বক্তব্যের আলোকে আইন-শৃংখলা কমিটি সভাপতি ও সদস্য সচিব বলেন, এ সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে আর সারাদেশের ন্যায় বিশ্বনাথ উপজেলার কিশোররাও অপরাধে জড়িয়ে যাচ্ছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের তালিকা করছেন, কিশোর অপরাধে যারা জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে কিশোরদের অভিভাবকদের প্রতি নেতৃবৃন্দ আহবান জানান, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে তা দ্বায়িত্ব নিয়ে নজর রাখুন। কারণ সবার সমন্বয়ের প্রচেষ্ঠা ছাড়া উপজেলায় কিশোর অপরাধ ও মাদক রোধ করা সম্ভব নয়।

আইন-শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক নবীন সোহেল।

এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।

আরো সংবাদ