নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের জীবনপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। মঙ্গলবার (৮ জুন) দুপুরে তিনি প্রকল্পটি পরিদর্শন করেন। এর আগে ও পরে বিশ্বনাথ সরকারি কলেজ, দশঘর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও দশঘর ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন কান্তি রায়, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ও প্যানেল চেয়ারম্যান-১ পাবেল সামাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।