Search
Close this search box.

বিশ্বনাথে ভূমি সেবা সপ্তাহে সেবা ক্যাম্প চালু

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে সেবা ক‌্যাম্প (৬জুন থেকে ১০জুন পর্যন্ত) চালু করা হয়েছে। উপজেলা ভূমি অফিসে এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহে এই সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেবা ক্যাম্পে ভূমি উন্নয়ন কর সংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারির আবেদন গ্রহণসহ সকল ভূমি সেবা পাওয়া যাবে।

রবিবার (৬ জুন) সকালে সেবা সপ্তাহে সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান।

আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত