বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: নং- ২১৫৯ এর অন্তর্র্ভূক্ত বিশ্বনাথ উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গত ৩১ মে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ভোটগ্রহন।
নির্বাচনে সভাপতি পদে হরিন প্রতিকে ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ফরিদ মিয়া। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলাল মিয়া আনারস প্রতিকে পেয়েছেন ৫৮ ভোট ও মো. আয়াজ আলী ছাতা প্রতিকে পেয়েছেন ২৭ ভোট। নির্বাচনে সহ-সভাপতি পদে গয়াছ মিয়া, সাধারণ সম্পাদক পদে তুরন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে খলিল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে সুমন মিয়া, কোষাধ্যক্ষ পদে সুন্দর আলী এবং সদস্য পদে বাবুল ইসলাম, আহমদ আলী ও আব্দুল জলিল নির্বাচিত হয়েছেন।