বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর আদর্শ স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মো. জাকারিয়া (৩৭)’কে নিয়ে ব্যবহার করে ফেসবুকে ‘পর্দার আড়ালে’ নামক একটি আইডিতে মানহানীকর একাধিক পোষ্ট করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি এন্ট্রি) করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বিশ্বনাথ থানায় এই সাধারণ ডায়েরীটি করেন মো. জাকারিয়া। ডায়েরী নং- ১১৮৩।
সাধারণ ডায়েরীতে মো. জাকারিয়া উল্লেখ করেন, ওই ফেসবুক আইডিতে ছবি দিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোষ্ট করার কারণে পারিবারিক ও সামাজিকভাবে তার মান সম্মান ক্ষুন্ন হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তিনি সাধারণ ডায়েরীতে অনুরোধ জানান।