AM-ACCOUNTANCY-SERVICES-BBB

যুক্তরাজ্য প্রবাসী হারুন বেগ’র ইন্তেকালে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের শোক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১৭ - ২০২১ | ১২: ৩০ পূর্বাহ্ণ

185405568 830678700989021 4755792710591092889 n

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ এর চাচা, উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হারুন বেগ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার (১২ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ১০মিনিটে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৬ বছর।

এদিকে, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হারুন বেগ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘মরহুম হারুন বেগ ছিলেন একজন সৎ, নীতি ও আদর্শবান, দিলদরাজ, সমাজহিতৈসী সাদা মনের মানুষ। সর্বদা ন্যায়পরায়ণ এবং ধার্মিক স্বভাবের এই ব্যক্তিস্বত্তা সকল সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সর্বদা সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হতে সকলকে বুদ্ধি, পরামর্শ এবং উৎসাহ প্রদানের পাশাপাশি সার্বিকভাবে সহযোগিতা করতেন।তাঁর মৃত্যুতে আমরা একজন হৃদয়বান ব্যক্তিত্বকে হারালাম আমরা, যা কখনও পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দয়াময় আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তার পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।’

Aminul Haque scaled