নিজস্ব প্রতিবেদক :: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যেতে হলো ১৭ বছর বয়সী কিশোর মিনহাজুল আবেদিন তাহমিদকে। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনপুর গ্রামের বিএনপি নেতা জয়নাল আবেদীনের বড় পুত্র। তাহমিদ বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মিনহাজুল আবেদিন তাহমিদ যখন ৬বছর বয়সে পা রাখে তখনই সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। এরপর থেকে চলতে থাকে তার চিকিৎসা। ৪ ভাই বোনের মধ্যে তাহমিদ ছিলো সবার বড়। তার মৃত্যুতে পরিবার, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মাঝে বিরাজ করছে শোকের ছায়া। বুধবার রাত সাড়ে ১১টার সময় দশপাইকা আনওয়ারুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানের মিনহাজুল আবেদিন তাহমিদের দাফন সম্পন্ন করা হয়।