নিজস্ব প্রতিবেদক :: মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন বাস্তবায়নে নির্ধারিত সময়ের মধ্যে দোকান-পাট বন্ধ করেত সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়েছে পুলিশ। ২য় দফা লকডাউনের ২য় দিন বুধবার (২১ এপ্রিল) বিকেলে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিষ বিন হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট সদর) সার্কেল লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, ডিবি পুলিশের ওসি আবুল বশর বদরুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, লকডাউন কার্যকর করার পাশাপাশি মানুষকে সচেতন করা কাজটি আমরা করছি। রাষ্ট্রের প্রতি একজন সু-নাগরিকের দায় দায়িত্ব রয়েছে। তাই লকডাউন মেনে চলা সকলের উচিত। রাষ্ট্র যেরকম নাগরিকদের সমস্ত সুযোগ সুবিদা দিয়ে থাকে, তেমনি একজন সুনাগরিকও রাষ্ট্রের বিধি বিধান আইন কানুন মেনে চলবেন এটা আমরা প্রত্যাশা করি।