AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বড় ভাইয়ের মৃত্যু বার্ষিকীতে শফিক চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ১৭ - ২০২১ | ১১: ২৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদের আমৃত্যু সভাপতি আলহাজ্ব আতাউর রহমান চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিশ্বনাথে অসহায়-গরীবদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ নিজ বাড়িতে নিজের ও পরিবারের উদ্যোগে এলাকার প্রায় শতাধিক অসহায়-গরীব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সদস্য ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি তজম্মুল আলী, আওয়ামী লীগ নেতা মশাহিদ খান, নাজমুল ইসলাম চৌধুরী অপু, লাল মিয়া, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, সংগঠক খালেদ আহমদ চৌধুরী, বদরুল আলম চৌধুরী শিপু প্রমুখ।

আরো সংবাদ