Search
Close this search box.

সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি মোকাব্বির

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রায় ৩৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে চলমান সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজে চরম অনিয়ম-দূর্নীতির অভিযোগে প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি মোকাব্বির খান। বালু-পাথরের সাথে মাটির মিশ্রনে প্রকল্পের ব্লক নির্মাণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর সত্যতা পাওয়ায় এবং পূর্বের নিদের্শনা অমান্য করে এলাকার জনপ্রতিনিধিসহ কাউকে কিছু না জানিয়েই প্রায় ৪৪ হাজার ব্লক নদীর তীরে ডাম্পিং করার কারণেই প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেন এমপি মোকাব্বির খান।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগণা বাজার এলাকায় প্রকল্পের ব্লক নির্মানাধীন কাজ স্ব-শরীরে পরিদর্শন করে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রকল্পের আওতাধীন সকল কাজ সাময়িক বন্ধ রাখার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার এ কে এম নিলয় পাশা’কে নির্দেশনা দেন এমপি মোকাব্বির খান।
এলাকাবাসীর অভিযোগ ডেমিজ পাথর ও মাটি মিশ্রিত বালু ব্লক নির্মাণ করা হয়েছে, এলাকাবাসীর কেউ কাজের অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন তাদের (এলাকাবাসী) বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করার হুমকি দেয়, নির্মানাধীন ব্লক নির্মিত হওয়ার পর সকলের উপস্থিতিতে তা গণনা করার ও সকলের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত একটি ব্লক বুয়েট থেকে পরীক্ষা-নিরিক্ষা করার পর তা ডাম্পিং করার কথা থাকলেও সরকারী টাকা আতœসাৎ করার উদ্দেশ্যে কোন প্রকার গণনা ছাড়াই রাতের আধাঁরে নদীর তীরে ব্লক ডাম্পিং করা হয়েছে। এখন কম ব্লক ডাম্পিং করে যে কর্তৃপক্ষ বেশি ডাম্পিং দেখাচ্ছে না- এর প্রমাণ কি?

প্রকল্পের ব্লক নির্মাণ কাজ পরিদর্শনকালে এমপি মোকাব্বির খানের করা বিভিন্ন প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারেননি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার এ কে এম নিলয় পাশা ও ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেডের পরিচালক কামরুল ইসলাম চৌধুরী।

ব্লক নির্মান কাজ পরিদর্শনকালে এমপি মোকাব্বির খানের সামনে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা মো. নূরুজ্জামান, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রব, জাতীয় পার্টি নেতা হাবিবুর রহমান মনু প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ নভেম্বর প্রায় ৩৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর ও পরগণার বাজার এলাকায় নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন এমপি মোকাব্বির খান। পর্যায়ক্রমে ৪টি ধাপে বাস্তবায়নের লক্ষ্যে গ্রহন করা ওই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা ৭২ লাখ টাকা।

আরও খবর