AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দুস্থদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ব্রিটিশ চান্দঁশীর কাপন ট্রাস্ট ইউকে

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ১৫ - ২০২১ | ১১: ৫৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে ব্রিটিশ চান্দশীরকাপন ট্রাস্ট ইউকে। ট্রাস্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও চান্দশীরকাপন গ্রামের প্রায় ২ শতাধিক দরিদ্র অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, লবন, পেয়াজ, রসুন, আদা, চিনি, চা-পাতা, গুড়–দুধ, ভোজ্যতেল ও খেজুর। বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে দরিদ্র অসহায় মানুষের বাড়িতে গিয়ে তাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেন গ্রামের স্বেচ্ছাসেবকেরা।

সমাজসেবক সায়েফ আহমদ সায়েক এর সভাপতিত্বে ও সংগঠক শামছুল ইসলাম মোমিনের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে পশ্চিম চান্দশীরকাপন গ্রামের মুরব্বি নিজাম উদ্দিন, ফারুক মিয়া, সাদেক মিয়া, জিলা মিয়া, আশিক আলী, সাবুল আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দুর্দিনে অতিথের ন্যায় অসহায় দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসায় ব্রিটিশ চান্দশীরকাপন ট্রাস্ট ইউকের সকল ট্রাস্টীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামবাসী।

আরো সংবাদ