বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামাধানা (দক্ষিণ পাড়া) গ্রামে রহমানস্ ফ্যামেলি ইউকে ডোনেট অ্যান্ড হেল্প এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে সোমবার (১২ এপ্রিল) যুক্তরাজ্য প্রবাসী আফতাব মিয়া মতছির আলী ও শাহীনুর রহমানের অর্থায়নে প্রায় দুই শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ছোলা, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল, ময়দা, লবন ও খেজুর।
খাদ্যসামগ্রী বিতরণকালে সংগঠক সাইদুর রহমান, লুদন মিয়া, আহমেদ জুবায়ের, খলকু মিয়া ও মেহেদি হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।