বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর গ্রামে মরহুম সোনাহর আলীর পরিবারের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মরহুম সোনাহর আলীর বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদের অর্থায়নে এলাকার প্রায় সাড়ে ৪ শতাধিক লোকের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ এবং আরও ২৫টি অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়।
সমাজসেবক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দশপাইকা আনোওয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমেদ।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার মুরব্বি হাজী জুনাব আলী, হাজী আব্দুর রব, কমর উদ্দিন, আকদ্দুছ আলী, আনা মিয়া ও বিলাল আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।