AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ বিশ্বনাথের দিলারা বেগম মারা গেছেন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২৯ - ২০২১ | ১২: ২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে অগ্নিদগ্ধ মহিলা দিলারা বেগম (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (২৮ মার্চ) রাত ৭টায় তিনি মারা যান। দিলারা বেগম বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী।

গত ২২ মার্চ দিবাগত রাতে বসতঘরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে এতে অগ্নিদগ্ধ হন দিলারা বেগম, তার পুত্র মঈনুল ইসলাম (২৬) ও ফয়সল আহমদ (২৩)। এসময় তাদেরকে উদ্ধার এবং আগুণ নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন দিলারা বেগমের স্বামী ওয়ারিছ আলী (৭০) এবং প্রতিবেশী নাঈম আহমদ (১৭) ও কামরান মিয়া (২২)।

ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অগ্নিগদ্ধ দিলারা বেগম, তার পুত্র মঈনুল ও ফয়সলকে তাৎক্ষনিকভাবে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

আরো সংবাদ