AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে এনআরবি প্রবাসী ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ১৯ - ২০২১ | ৫: ৩৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার, রহমাননগর ও বৈরাগীগাঁও গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত এনআরবি প্রবাসী ট্রাস্ট এর অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ১৫ মার্চ বিকেলে স্থানীয় বৈরাগী বাজারস্থ একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে এবং ট্রাস্টের সদস্য সৈয়দ সরওয়ার ও আব্দুস সালাম জুনেদের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়াম্যান আনোয়ার খান, বিশিষ্ট সমাজ সেবক শফিকুর রহমান বাবুল, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, সমাজ সেবক হাফিজ আরব খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রহমান নগর জামে মসজিদের ইমাম ও খতিব কবির আহমদ, আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ ছাদ উদ্দিন, ট্রাস্টের ট্রাস্টি আতিকুর রহমান বুলবুল, ক্বারী মোহাম্মদ আলী তালুকদার, উপদেষ্টা আনিসুজ্জামান খান, শহিদ আহমদ, সদস্য ফিরোজ আলী, সৈয়দ আশরাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সদস্য রাজন খাঁন এবং ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন ট্রাস্টের সদস্য সচিব আরজ আলী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের সদস্য হাফিজ সাদিক মাহমুদ ও হামদ পরিবেশন করেন রেনেসা শিল্পিগোষ্টির সদস্য শাহিন উদ্দিন।

অনুষ্ঠানে বৈরাগী বাজার বণিক সমতিরি সভাপতি মনোহর আলী মনু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লোকমান আলী, সাবেক সভাপতি তৈরাব আলী, ট্রাস্টের উপদেষ্ঠা আব্দুল গণি, আনোয়ার আলী, মখলিছ আলী, রোশন আলী, মখবুল আলী, সেবুল মিয়া, ট্রাস্টি আনা শাহ, মোক্তার আলী, এলাকার মুরব্বী মাষ্টার নূর মিয়া, নোয়াব আলী, শায়েস্তা খান, নুরুল ইসলাম, ক্বারী ফরিদ আহমদ, ফরিদ মিয়া, শাহিন আহমদ, ট্রাস্টের সদস্য মখন মিয়া, মুনসুর আহমদ, শফিকুল ইসলাম, আব্দুল কাদির সুমন, রেজাউল ইসলাম রাজু, আব্দুশ শহিদ, নুরুল ইসলাম জনি, সোহরাব আহমদ, হাবিবুল ইসলাম, জাকির আহমদ, মোজাহিদ আলী, রাজু আহমেদ, শফিক আলী, আশরাফুল ইসলাম রহমত, খালেদ আহমদ, কবির আহমদ, মোবাশ্বির আলী, হাসান মোহাম্মদ রুহেল, আব্দুল্লাহ আল মামুন, হারুন মিয়া, রফিকুল ইসলাম, আবু তাহির, সামছু আহমদ ও আনোয়ার খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ট্রাস্টের প্রথম কার্যক্রম হিসেবে এলাকার ৪০টি হতদরিদ্র পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ