বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ পৌরশহর থেকে এক যুবক ‘নিখোঁজ’ হয়েছে। তার নাম হোসেন আলী। বয়স ৩৪ বছর। সে উপজেলা বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া গ্রামের মৃত: আওলাদ আলীর পুত্র। এ ব্যাপারে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় ‘নিখোঁজের ছোট ভাই জুনেদ আলী বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি এন্টি) করেছেন। যার নং ৮৪৯।
সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, মানসিক সমস্যায় ভোগছেন হোসেন আলী। বিশ্বনাথ বাজারে ইসলামি সংগীত অনুষ্ঠান শুনতে মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৯টায় বাড়ী থেকে বের হন হোসেন আলী। কিংন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি আর বাড়ী ফিরেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কোন হৃদয়বান ব্যক্তি হোসেন আলীর সন্ধান পেলে ০১৩০৩-৩৫৩৫২৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।