AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে রোহিঙ্গা যুবক, অতঃপর পুলিশ হেফাজতে

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ১৫ - ২০২১ | ৮: ৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা মো. আবু তাহের (২২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) মাগরিবের নামাজের পর বিশ্বনাথ পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা মসজিদের সামনে নামাজ শেষে মুসল্লীদের কাছ থেকে সাহায্য চাইলে তাকে মুসল্লিরা থানায় হস্তান্তর করেন।

আটক রোহিঙ্গা যুবক মো. আবু তাহের জানান- তিনি মায়ানমারের আরাকান রাজ্যের আকিয়াব জেলার মন্ডু খানার শিলখালী গ্রামের মো. আবুল হোসেনের পুত্র। ২০১৭ সালে পিতা-মাতার মৃত্যুও পর তারা দুই ভাই ও দুই বোন দেশ ত্যাগ করে পালিয়ে আসেন বাংলাদেশে। এরপর থেকে তারা কক্সবাজার জেলার উখিয়া ১১নং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছেন এবং ৩দিন আগে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে আসেন (আবু তাহের)।

আবু তাহের আরও জানান, তাবলিগ জামায়াতে অংশ নিতে সে ক্যাম্প থেকে বেরিয়ে এসে ট্রেনে করে চট্রগ্রাম থেকে সিলেটে আসে এবং পরে বিশ্বনাথে আসেন।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, রোহিঙ্গা যুবক মো. আবু তাহেরকে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ