সিলেটের বিশ্বনাথে উপজেলার মৌলভীগাও গ্রামে মরহুম ইসকন্দর আলী ফাউন্ডেশন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী কাওসার মিয়ার সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সমন্বয়ক হাফেজ ক্বারী জিয়াউল হক আনসারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মজলু মিয়া, ফাউন্ডশনের সাধারণ সম্পাদক শাহ সায়েদ মিয়া, সংগঠক শাহ আশরাফ, মোহাম্মাদ আলী, ছালিক মিয়া, হুসন মিয়া, আব্দুল জলিল, শাহ মোহাম্মদ আনছার, শাহ মোহাম্মদ আফছার, শাহ মোহাম্মদ লুকমান, শাহ মোহাম্মদ জাহিদুল, শাহ নাজমুল আলম, শাহ শানুুর আলম, শাহ মোহাম্মদ জুনেদ, শাহ জাবের আলম, আতাউর রহমান, শাহ ময়নুর রহমান, নাসিরুদ্দিন, কামাল মিয়া প্রমুখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মৌলভীগাও জামে মসজিদের ইমাম মাওলানা আলা উদ্দিন।
সভায় বক্তারা বলেন, মরহুম ইসকন্দর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শাহ আব্দুল রব গৌছ গরীব আসহায় মানুষদের সাহায্য সহযোগিতার পাশাপাশি সামাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। এভাবে শাহ আব্দুল রব গৌছ এর মতো সমাজের সকল বিত্তবান লোকেরা নিজ নিজ এলাকার গরীব অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। -বিজ্ঞপ্তি