বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মো. হুসাইনের পদত্যাগসহ ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। অধ্যক্ষের দেওয়া উন্নয়ন বিরোধী আবেদন প্রত্যাহার, এলাকাবাসীকে সাথে নিয়ে এডহক কমিটি গঠনপূর্বক সাধারণ সভা আহ্বান ও বিগত ২০ বছরের আয়-ব্যয় হিসাব প্রদানের দাবি জানান তারা। সোমবার (৮ মার্চ) সকালে এলাকাবাসীর উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে এলাকাবাসী অধ্যক্ষ আবু তাহির মো. হুসাইনকে দূর্নীতিবাজ আখ্যা দিয়ে বক্তারা বলেন, পুলিশি তদন্তসহ বিভিন্ন দপ্তরের তদন্তে প্রমাণিত হয়েছে অধ্যক্ষ আবু তাহির একজন দূর্নীতিবাজ। কাজেই অনতি বিলম্বে নি:শর্ত পদত্যাগ না করলে সামনের দিনে এলাকাবাসীর উদ্যোগে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সভায় বক্তারা আরো বলেন, ২০১৯ সালের ৯ ডিসেম্বর অধ্যক্ষ আবু তাহির মো. হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাদ্রাসার নতুন ৪তলা বিশিস্ট ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় এমপি মোকাব্বির খান। আর বর্তমান সময়ে এসে কোন স্বার্থের কারণে সেই একই অধ্যক্ষ আবু তাহির মো. হুসাইন নিজের প্রতিষ্ঠানের ভবন নির্মান কাজ বন্ধ করার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করছেন তা এলাকাবাসী জানতে চান।
এলাকার মুরব্বী হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও সংগঠক এহসানুর রহমানের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার আমির উদ্দিন, আলহাজ¦ লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মো: ফারুক, গ্রামের মুরব্বী শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, ধন মিয়া, লাল মিয়া, নিজামুল ইসলাম, মাদ্রাসার প্রাক্তণ ছাত্র মোজাহিদ আলী ও শাহ রফিকুল ইসলাম রাসেল।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি আকলিছ আলী, জমির উদ্দিন, আছকির আলী, খায়রুল ইসলাম, মনু মিয়া, লিলু মিয়া, লাল মিয়া, নূর উদ্দিন, যুবনেতা মঈন উদ্দিন, রাজুক মিয়া, ফারুক মিয়া, ফিরুজ মিয়া, আমির উদ্দিন, সমুজ মিয়া, আবুল লেইছ, আফতর হোসেন প্রমুখ।