Search
Close this search box.

বিশ্বনাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথম নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতি উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী প্রমুখ।

আরও খবর