নিজস্ব প্রতিবেদক :: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে সিলেটের বিশ্বনাথে নবনির্মিত দৃষ্টিনন্দন শহিদ মিনারের উদ্বোধন করা হয়েছে। মাতৃভাষা দিবসের সকালবেলা উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা-আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত এই শহিদ মিনারের উদ্বোধন করা হয়। স্থানীয় দশপাইকা গ্রামের আপন তিনভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ছোরাব আলী, যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলী ও সিতাব আলীর অর্থায়নে শহিদ মিনারটি নির্মিত হয়েছে।
নবনির্মিত শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দশপাইকা-আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মুক্তার খানের সভাপতিত্বে নার্সিং হোম একাডেমীর ডিরেক্টর শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহিদ মিনারের তিন উদ্যোক্তার পিতা হাজী মশাহিদ আলী মসদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আবদুল মনাফ, মো. ইছমাইল খান, দশপাইকা আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি শেখ শওকত আলী ইমন প্রমুখ।