Search
Close this search box.

বিশ্বনাথে টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় প্রবাসী কারাগারে

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ১ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৫৮১ টাকা টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিমগাঁও গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। তার নিকটাত্মীয় বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলীর দায়েরকৃত মামলায় প্রবাসী আহমদ আলী রোববার (১৪ ফেব্রুয়ারি) সিলেট জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ আতিকুর রহমান।

এজাহার সূত্রে জানাগেছে, আত্মীয়তার সম্পর্ক থাকায় ব্যাংক মারফতে আহমদ আলীকে আবারক আলী ১ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৫৮১ টাকা ধার দেন। কিন্তু টাকা নেওয়ার পর শেষ পর্যন্ত আবারক আলীর সঙ্গে প্রতারণা করেন আহমদ আলী। এরপর ২০১৯ সালের ২৩ জুন প্রবাসী আহমদ আলীকে একমাত্র আসামি করে সিলেটের সিনিয়র জ্যুডিসিয়েল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন আবারক আলী। বর্তমান মামলা নং (বিশ্বনাথ জিআর ১২১/১৯ইং)।

আরও খবর