AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথেরগাঁও গ্রামে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মনির মিয়ার মতবিনিময়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ৮ - ২০২১ | ৭: ৪৫ অপরাহ্ণ

145761458 459660735412038 4002284819224029502 n

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের বিশ্বনাথেরগাঁও গ্রামের যুবসমাজের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও আলহেরা শপিং সিটির নিউ হেপি জুয়েলার্সের সত্ত্বাধিকারী মনির মিয়া। রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে তিনি এই মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন হাজী আওলাদ আলী, আব্দুল মনাফ, আয়না মিয়া, বাদশা মিয়া, আব্দুল মানিক, মাসুম মিয়া, আলী হোসেন, বিলাল আলী, ফাহিম মিয়া, ফখরুল ইসলাম, সামছুল ইসলাম, সামিউল আলম, মাসুম মিয়া, মোহাম্মদ আলী তুহিন, সাহেক আহমদ, আরিফ মিয়া, বদরুল ইসলাম, রায়হান আহমদ, রেজুয়ান, নাঈম, স্বপন, বিল্লাল, নাহিদ, মাসুদ প্রমুখ।

Aminul Haque scaled