AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সরকারি বরাদ্দকৃত অর্থ দুর্নীতির মাধ্যমে স্থানান্তরের অভিযোগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ২ - ২০২১ | ৬: ১৪ অপরাহ্ণ

1600173334 90

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে কবরস্থানে মাটি ভরাটের জন্য সরকারি বরাদ্দকৃত অর্থ দুর্নীতির মাধ্যমে অন্য কবরস্থানে স্থানান্তরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের পঞ্চায়েতের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সত্তিশ গ্রামের ১০জন লোক।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সত্তিশ পঞ্চায়েতী (পুরান বাজার) কবরস্থানে মাটি ভরাটের জন্য স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের বরাদ্দকৃত অর্থ একটি মহল পঞ্চায়েতের লোকজনকে অবগত না করে দুর্নীতির মাধ্যমে গোপনে একই গ্রামের সত্তিশ মোকামবাড়ীর কবরস্থানে স্থানান্তর করেছেন। এমতাবস্থায় বিষয়টি সুষ্ট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগে আবেদন জানানো হয়।

Aminul Haque scaled