AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে বৈষ্ণব রায় অন্তর্ধান মহোৎসব হচ্ছে না

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ৩১ - ২০২১ | ১২: ৩০ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের কারণে এ বছর সিলেটের বিশ্বনাথে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়’র অন্তর্ধান মহোৎসব হচ্ছে না, তবে স্বাস্থ্য বিধি মেনে তিথি উদযাপন হবে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৯ জানুয়ারি) শ্রী শ্রী শনি মন্দিরে অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে সর্ব-সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহল্লাদ চন্দ দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকু’র পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শান্ত গোস্বামী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্র জ্যোতি দে মিন্টু, জেলা পুজা উদযাপন কমিটির সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুপক কুমার দেব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রণজিত ধর রণ মেম্বার, সাবেক মেম্বার জ্যোতির্ময় দেব মতি, ধাম সংরক্ষণ কমিটির সহ সভাপতি সমরেন্দ্র বৈদ্য সমর (উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক), সুনিল কান্তি দেব (উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি), ডাক্তার গোবিন্দ দাস, যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার দাস (উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক), নেপাল কুমার দেব (উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক), কোষাধ্যক্ষ কালীরঞ্জন দেবনাথ, সহ কোষাধ্যক্ষ নন্দ লাল বৈদ্য, সদস্য অনাথ রাম বৈদ্য, সুব্রত ধর বাপ্পী (সদর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি), করুণা বৈদ্য, চন্দন দাস, অখিল বৈদ্য, শংকর পাল, সুনীল দেবনাথ, বিমল চন্দ্র রায়, সুরঞ্জিত বৈদ্য স্মরণ, কানু রঞ্জন দেব (উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক), ডাক্তার বিভাংশু গুণ বিভু (উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক), সংগঠক বিদ্যাভুষন চক্রবর্তী, নারায়ণ সেনাপতি, শশাংক বৈদ্য (কালীগঞ্জ কালীবাড়ির সভাপতি), বাপন দাস, প্রসেনজিত দেব লিটন, বিমল দেবনাথ, মদন রায়, বিজয় দেব, অমিত দেব, জয় দাস প্রমুখ।

আরো সংবাদ