

বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা বশির আহমদের ইন্তেকাল
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ২ - ২০২১ | ১১: ৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি 604 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ৬টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। বশির আহমদ মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বেলা ২টায় শ্রীপুর গ্রামের ঈদগাহ ময়দানে মহরহুম বীর মুক্তিযোদ্ধা বশির আহমদের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তাঁর পুত্র ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার কর্মকর্তা আজমল হোসেন।

