Search
Close this search box.

বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভূক্ত হতে উচ্চ আদালতে রীট : রুল জারি

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১টি গ্রাম, ৫ নং ও ৬ নং ওয়ার্ডের সকল গ্রাম এবং ৮ নং ওয়ার্ডের ১১টি গ্রামের অর্ধেকাংশকে নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভূক্ত করতে উচ্চ আদালতে রীট দায়ের করা হয়েছে। এই রীটের প্রেক্ষিতে কেন ওই গ্রামগুলোকে পৌরসভায় অন্তর্ভূক্ত করা হবে না এই মর্মে বুধবার (৩০ ডিসেম্বর) রুল জারি করেছেন আদালত।

জানা যায়, নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভূক্তির জন্যে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রজকপুর, ৫নং ও ৬নং ওয়ার্ডের সকল গ্রাম এবং ৮নং ওয়ার্ডের পশ্চিম শ্বাসরাম, সরুয়ালা, সজান বরত, একাভিম, ধীতপুর, খাইয়াখাইড়, খাইয়াখাইড়বাজার, আতাপুর, রহিমপুর, ভাটশালা ও ইকবালপুরের অর্ধেকাংশ গ্রামগুলোর পক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন (পিটিশন নং ৯৯১৩/২০২০ ইং) দায়ের করেন শেখ মোহাম্মদ আজাদ, শহিদুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী সেলিম ও শামিম আহম। কার্য তালিকা অনুযায়ী বুধবার (৩০ ডিসেম্বর) রীট পিটিশনটি হাইকোর্ট বিভাগের বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীম’র সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে শুনানি হয়। প্রাথমিক শুনানি শেষে বিচারকগণ রীট পিটিশনে উল্লেখিত গ্রামগুলোকে নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভূক্তি করা হবে না এই মর্মে রুল জারিসহ জেলা প্রশাসকের বরাবরে বিগত ৮ নভেম্বর সদ্য ঘোষিত পৌরসভায় অন্তর্ভূক্তির আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ প্রদান করেন।

আবেদনকারীর পক্ষে রীট পিটিশন শুনানিতে অংশনেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি ও ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।

আরও খবর