Search
Close this search box.

বিশ্বনাথে সৎ ছেলেদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ অসহায় বিধবার

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: নিজের বাড়ির সীমানা থেকে গাছ কেটে নিয়ে যাওয়ায় তিন সৎ ছেলের বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রেজিয়া বেগম (৪৫) নামের এক অসহায় বিধবা। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত মফিজ আলীর স্ত্রী। গত শনিবার (২৬ ডিসেম্বর) তিনি এই অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ আলী, সোনা মিয়া ও ফরিদ আলী।

লিখিত অভিযোগে রেজিয়া বেগম বলেন, ‘তিন বছর পূর্বে আমার স্বামী মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে পৃথকভাবে বসবাস করছি। অভিযুক্তরা জায়গা সংক্রান্ত বিষয়ে প্রায়ই আমার সাথে ঝগড়া করে আসছে। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা (জিআর নং ৪২/১৯) বিচারাধীন আছে। ২৬ ডিসেম্বর শনিবার সকালে অভিযুক্তরা আমার বাড়ির সীমানা থেকে বিভিন্ন ধরণের গাছ কেটে নিয়ে যায়। তাদেরকে বাঁধা দিলে তারা আমাকে অশালীন ভাষায় গালিগালি করে।’
এ ব্যাপারে কথা হলে ঘটনাস্থলে যাওয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মা বলেন, ‘আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত