নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের টানা দু’বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযদ্ধের সংগঠক, আলহাজ্ব লজ্জাতুন নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কে এম হারিছ মিয়া স্মৃতি মেধাবৃত্তির প্রবর্তক, খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মরহুম হারিছ মিয়া-লজ্জাতুন নেছা দম্পতির পুত্র, সিলেট অঞ্চলের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব পীর মো. লিয়াকত হোসেইনের দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাদ আছর নিজ বাড়ি পার্শ্ববর্তী মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা সাজিদুর রহমান।
মরহুমের আরেক ছোট ভাই বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বারের পরিচালনায় জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বরইকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, জালালাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন পীর লিয়াকত হোসাইনের ভাতিজা ডাঃ মোস্তাক আহমদ রুহেল।
এছাড়া জানাযার নামাজে রামপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, সমাজসেবক মাওলানা বুরহান হোসেন, এলাহাবাদ আলিম মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্য মানুষ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, পীর মো. লিয়াকত হোসেইন দীর্ঘদিন ধরে হার্ট ও ব্রেনজনিত’সহ নানা রোগে ভোগছিলেন। মঙ্গলবার সকাল ১০টায় তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।