বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজেল আহমদ (২৬) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার জয়নগর (নোয়াপাড়া) গ্রামের রফিক মিয়ার ছেলে। সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, ওই যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী (২৫) দীর্ঘদিন ধরে স্বপরিবারে জয়নগর গ্রামে মামার বাড়িতে বসবাস করছেন। পাশের বাড়ির সুজেল আহমদ প্রায়ই তাকে উত্যক্ত করে আসছিল। সে ওই প্রবাসীর স্ত্রীর দুঃসম্পর্কের মামাতো ভাই।
থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় লাল জানান, রবিবার (২৯ নভেম্বর) রাতে জয়নগর (নোয়াপাড়া) গ্রামে মামার বাড়িতে স্বপরিবারে বসবাস করা ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে সুজেল আহমদ তার (প্রবাসীর স্ত্রীর) ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। অভিযোগের প্রেক্ষিতে সুজেলকে আটক করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু করা হবে।