Search
Close this search box.

দশঘর ইউপির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিআরডিবি মিলনায়তনে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যাগণ শপথ নেন।

তাদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল।

এরপূর্বে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে শপথ বাক‌্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার, দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন জালাল উদ্দিন, পাবেল সামাদ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নান্টু চন্দ্র দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক রুহেল উদ্দিন, আক্তার আহমদ শাহেদ প্রমুখ।

উল্লেখ্য, সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কাটিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর পর গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত