এমদাদুর রহমান মিলাদ :: সিলেটের বিশ্বনাথে সোনালী আভায় ভরে উঠছে অগ্রহায়ণের ফসলের মাঠ। হালকা শীত, শিশির আর ফসলের মৌ মৌ ঘ্রাণ হেমন্তের চারদিক মাতিয়ে তুলছে। সোনালী ধানে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহমান বাংলার শাশ্বত অগ্রহায়ণ মাসকে ঘিরে কৃষক-কিষাণীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। উপজেলার প্রতিটি গৃহস্থ ঘরে এখন চলছে অগ্রহায়ণের ধান কাটার প্রস্তুতি। চলতি বছর আমনের ভাল ফলনের ব্যাপারে আশাবাদি কৃষক এবং কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চলতি বছর ক্রমাগত বৃষ্টিপাত এবং বন্যার কারণে আমন আবাদে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্থ হলেও এবার ফলন হয়েছে ভাল। উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে আগাম জাতের রোপনকৃত আমন ধান কাটা। পুরোদমে ধান কাটা শুরু হতে আরও সপ্তাহ খানেক লাগতে পারে।
কৃষক আব্দুর রহমান বলেন, একাধিকবার বন্যার পানিতে ধানের চারা নষ্ট হওয়ার পরও এবার খুব ভাল ফলন হয়েছে। আর সবার আগে ধান কাটতে পেরে খুবই ভাল লাগছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৩,২০৫ হেক্টর আমন ধান চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে উপসী জাতের ধান প্রায় ৯ হাজারের অধিক হেক্টর চাষাবাদ হয়েছে। এছাড়া উন্নত জাতের বিআর-১১, ৫১, ৫২, বিনা-৭, ১৬, ১৭, ব্রি ধান-৩২, ৩৯, ৪৬, ৫১ ও স্থানীয় জাতের বাদাল, জল ডাঙ্গা, জরিসাইল, কালোজিরা, হাসিম, বিরুণ জাতের ধান চাষাবাদ হয়েছে। ফলে গত বছরের চেয়ে এবার ভাল হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, গত বছরের তুলনায় এবছর লক্ষ মাত্রায় চেয়ে বেশী আবাদ হয়েছে। আমরা আশাবাদি কৃষকেরা এবার আশানুরুপ ফলন গোলায় তুলতে পারবেন। কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপনকৃত ধান কাটা শুরু হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হতে আরো সপ্তাহ খানেক সময় লাগবে।