বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটে বিশ্বনাথে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা বলেন, নারী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি মানুষ নিজ জায়গা থেকে সহযোগিতা ও সহমর্মীতার মনোভাব নিয়ে কাজ করলে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ সাদেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।