Search
Close this search box.

বিশ্বনাথের অলংকারীতে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব সিরাজুল ইসলাম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার অলংকারী গ্রামের হাজী আব্দুল মছব্বিরের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়।

এই ফ্রি-ফ্রাইডে ক্লিনিকে প্রতি মাসের শেষ শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এতে খতনা ক্যাম্প, চক্ষু ক্যাম্প, হার্ট ক্যাম্প ও ডায়াবেটিস ক্যাম্পসহ বিভিন্ন রোগীদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি গরিব এবং অসহায় ছাত্রছাত্রীদের সাধ্যমতো আর্থিক সহযোগিতাও করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর মো. ময়নুল হক বলেন, সপ্তাহে একদিন হলেও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। এটাই হচ্ছে মানবতা। মানবসেবার মাধ্যমে একদিন এই ফ্রি-ফ্রাইডে ক্লিনিক অলংকারী গ্রামসহ বিশ্বনাথ উপজেলাজুড়ে মানবতার বার্তা পৌঁছে দেবে।

সমাজসেবক হাজী আব্দুল মছব্বিরের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, কামাল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ এর উদ্যোক্তা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সামছুল ইসলাম, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম ও স্ট্যাডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আজিজুল ইসলাম।
অলংকারী ডেপেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন।

এসময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ ইফতেখার হোসেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ রায়হান হোসেন, বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুজ্জ¥মান সমছু, বড়তলা মাজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার নাজমুল ইসলাম, জকিগঞ্জের হাফছা মজুমদার কলেজের প্রভাষক মনসুর আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল শহিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, ব্যাংকার রায়হান হোসেন, আইনজীবী সারওয়ার হোসেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন, এলাকার মুরব্বি মতছির আলী, হুসিয়ার আলী, কুটি মিয়া, সাজ্জাদ মিয়া, ব্যবসায়ী তুরাব আলী, সিরাজ উদ্দিন, সমাজসেবক ফারুক আহমদ, সালেহ আহমদ তোতা, প্রবাসী মনোয়ার হোসেন, পল্লী চিকিৎসক আফরুজ আলী, অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুল হাসিম, কোষাধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, পূর্ব অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী রফিক মিয়া, কোষাধ্যক্ষ মুস্তাক আহমদসহ এলাকার এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মহসিন আহমদ।

আরও খবর